হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার বিকালে উপজেলা সদরের নতুন বাজারে এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। তারা হচ্ছেন-বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু ও কৃষক দলের সদস্য সচিব মুক্তাদির আহসান শেবুল।
আরো পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩৮
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তফশিল ঘোষণার প্রতিবাদে হরতালের সমর্থনে শনিবার বিকালে বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) নতুন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ ব্যারিকেড দিলে তারা জোরপূর্বক মিছিল করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের পালটাপালটি ধাওয়া হয়। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।
আরো পড়ুন:সোনারগাঁয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম জানান, হরতালের সমর্থনে বিকাল সাড়ে ৪টার দিকে তারা মিছিল বের করেন। পুলিশ একাধিকবার ব্যারিকেড দিলেও তারা জোরপূর্বক মিছিল করেন। মিছিলটি শান্তিপূর্ণ ছিল। কিন্তু পরবর্তীতে পুলিশ পেছন থেকে লাঠিচার্জ শুরু করলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, বিএনপি নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপে ৪/৫ জন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।